• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে ৮৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
সিলেট সীমান্তে ৮৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৪ পিস শাড়ী, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চটলেট, ৭টি কম্বল, ২০ বোতল মদ, বাংলাদেশী রসুন ১৯৬০ কেজি, ১টি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়- যার বাজারমূল্য প্রায় ৮৩ লক্ষ ৫৩ হাজার ৪৫০ টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।