• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নির্ধারিত স্থানে ফিরছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
নির্ধারিত স্থানে ফিরছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা

আজ থেকে নগরীতে আইনশৃঙ্খাবাহিনীর অভিযান


ওয়াল নিউজ ডেস্ক


সিলেট নগরীর সকল সড়ক ও ফুটপাত দলখ করে অবৈধভাবে ব্যবসায়ী পরিচালনা করা হকাররা আজ রবিবার লালদিঘিরপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্ধারণ করা স্থানে ফিরবেন। কোনো ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে সড়ক ও ফুটপাতে পেলে আজ থেকে উচ্ছেদ করবে আইনশৃঙ্খাবাহিনী।
শনিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সিলেটের হকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন ও হকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকেও একই সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার থেকে সড়ক বা ফুটপাত দখল করে কোনো দোকান বসানো যাবে না।
সিলেট নগরীর যানজট নিরসনে সিটি কর্পোরেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের লালাদিঘিরপার হকার মার্কেটের খালি জায়গার ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর থেকে সিলেট নগরীর ফুটপাত ও সড়ক হকারমুক্ত হয়েছিল। কমেছিল নগরীর যানজটও। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আগস্ট থেকে আবারও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সড়ক ও ফুটপাত দখল করে নেন। ফলে নগরীর সড়কে চলছে বিশৃঙ্খলা। যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
এ অবস্থায় নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন ও সিলেট মহানগর পুলিশ। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. রেজাউল করিম সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানান। শনিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকেও একই সিদ্ধান্ত হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার থেকে তালিকাভুক্ত ১ হাজার ৪০ জন হকার সিলেট সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান হকার্স মার্কেট মাঠে চলে যাবেন। সিটি কর্পোরেশন হকারদের ব্যবসা করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে। প্রয়োজনে শেড নির্মাণ, রাস্তা নির্মাণ ও ড্রেন পরিষ্কারসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।
সাইফুল জানান, রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশন রবিবার থেকে কাজ শুরু করবে। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে দোকান না বসাতে হকার নেতৃবৃন্দ হকারদের উদ্বুদ্ধ করবেন।