সংবাদ বিজ্ঞপ্তি
আরটিএম আউটসোর্সিংয়ের উদ্যোগে 'বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন এবং ফ্রিল্যান্সিং এ ভবিষ্যৎ গড়ে তোলার পথ' শীর্ষক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
সেমিনারে ফ্রিল্যান্সিং, দক্ষতা অর্জন, অর্থ উপার্জন এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে বক্তব্য রাখেন প্রধান বক্তা সাকিব হাসান।
সেমিনার শেষে প্রশ্নোত্তরপর্ব এবং মৌখিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত তিনজন বিজয়ী মো. ইশতিয়াক মাহমুদ, নিপা রানী নাথ, জাহানারা আক্তার চৌধুরীকে পুরস্কৃত করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন আরটিএম আউটসোর্সিংয়ের পরিচালক রাশা ইফফাত হেলমী, এবং আরটিএম আউটসোর্সিংয়ের কোর্স ইন্সট্রাক্টর আবু জাফর।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com