নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘পারিবারিক সহিংসতার ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানাতে হবে। যদি নির্যাতনের শিকার নারী বা শিশুকে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়া যায় তাতেই এ মন্ত্রণালয়ের সার্থকতা।'
শনিবার (২৬ অক্টোবর) সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের সহযোগিতায় প্রোমোটিং রাইটস এন্ড এডভান্সমেন্ট অফ উইমেন এন্ড গার্লস টু প্রিভেন্ট জিবিভি প্রকল্প, মহিলা বিষয়ক অধিদপ্তর- ঢাকার উদ্যোগে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, পারিবারিক সহিংসতা রোধ করতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। পারিবারিক সহিংসতা বন্ধে আইন রয়েছে। সেটা সচেতনতার মাধ্যমে সবাইকে জানাতে হবে। যারা সামাজিক, পারিবারিক ও বিভিন্ন ক্ষেত্রে সহিংসতার শিকার হচ্ছেন তাদেরকে আইনী সহায়তা নিতে হবে।
তিনি বলেন, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবী সহ সর্বমহলকে সাথে নিয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ করতে এক যোগে কাজ করতে হবে। জেলা, উপজেলা, শহর, গ্রাম, পাড়া-মহল্লায় সহিংসতার বিরুদ্ধে আইনী সহায়তা দিতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি তরুণ সমাজ ও সমন্বয়কদের সাথে নিয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানান।
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান। স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা ইয়াসমিন।
প্রোমোটিং রাইটস এন্ড এডভান্সমেন্ট অফ উইমেন এন্ড গার্লস টু প্রিভেন্ট জিবিভি প্রকল্প মহিলা বিষয়ক অধিদপ্তর- ঢাকার প্রকল্প পরিচালক জেসমিন আরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএস সেবা। বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লিগ্যাল এইড অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে পরামর্শ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সকলের নিকট থেকে পরামর্শ নেয়া হয় যাতে উক্ত আইনটি আরো কাযকরভাবে নির্যাতিত নারীদের প্রতিকার ও সুরক্ষা দেয়ার জন্য কাজে লাগানো এবং পারিবারিক সহিংসতা কমিয়ে আনা যায়।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com