• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ৩০ অক্টোবর

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক


কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে গতকাল কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দেশের মূল ৮টি এবং ৩টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের এখন ফলাফলের অপেক্ষা। কবে ফল প্রকাশ করা হবে, তা নিয়ে জানতে আগ্রহী তারা।

ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ফল প্রকাশের পর কয়েক দফায় নিশ্চায়ন ও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলবে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। এরপর ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি নেবে কর্তৃপক্ষ।

ভর্তি কমিটি সূত্র জানায়, এবার কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে তিন হাজার ৭১৮টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৭৫ হাজার ১৭ জন। সে হিসেবে এক আসনের বিপরীতে লড়েছেন প্রায় ২০ জন ভর্তিচ্ছু।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।