• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ভারতীয় অবৈধ চিনির চালান জব্দ

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪
সিলেটে ভারতীয় অবৈধ চিনির চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক


সিলেটে ভারতীয় চিনিসহ ০১টি ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে টুকেরবাজার এলাকা থেকে ৮৫ বস্তা চিনি বোঝাই ট্রাক আটক করে জালালাবাদ থানা পুলিশ।

এ সময় ট্রাক চালককে আটক করা হলেও ২ জন অজ্ঞাত সহযোগী ব্যক্তি পালিয়ে যায়। আটক ট্রাক চালক সিলেট এয়ারপোর্ট থানাধীন ধাপনাটিলা গ্রামের আবদুস শুকুরের ছেলে আবদুল আহাদ (৩২)।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক চালক জানায়, ভারতীয় চিনির চালানের মালিক গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন মোল্লা, জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের কামরুল ও গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা গ্রামের নজরুল মোল্লা।

পুলিশ জানায়, জব্দকৃত ৪ হাজার ২৫০ কেজি চিনির আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজারের হাজী আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের উপরে একটি ট্রাক তল্লাশি করে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।’

আটক ট্রাক চালকসহ চিনির চালানের মালিক পলাতক ৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।