• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মধ্যরাতে সিকৃবিতে ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪
মধ্যরাতে সিকৃবিতে ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক


কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আগের রাতে একটি ব্যানার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটে লাগানো ছাত্রদলের ব্যানার কে বা কারা ছিঁড়ে ফেলে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মধ্যরাতে শুরু হয় সংর্ঘষ। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে এবং ছাত্রদলের কর্মী বাইরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।

তবে সংঘষের্র সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পরে সেনাবাহিনী এসে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের কর্মীরাই প্রথমে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলার ঘটনায় তারা প্রক্টরের পদত্যাগ দাবি করে শ্লোগানও দেন।