• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে চা-শ্রমিকের মধ্যে চাল বিতরণ

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪
সিলেটে চা-শ্রমিকের মধ্যে চাল বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেট জেলার লাক্কাতুরা, দলদলি ও কেওয়াপাড়া চা বাগানের দরিদ্র ও কর্মহীন চা শ্রমিকদের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রমে শ্রমিক প্রতি ২০ কেজি করে ১২০০ পরিবারের মধ্যে ২৪০০০ কেজি চাল বিতরণ করা হয়।

সদর উপজেলা পরিষদের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুণর্বাসন অফিসার আব্দুল কুদ্দুস বুলবুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহম্মদ হিরন মাহমুদ, টুকেরবাজার ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুর রহমান, লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক আক্তার শহীদ, সিলেট ভ্যালি কার্যকরী পরিষদ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা প্রমুখ।