• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় বিস্ফোরক উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪
সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


সুনামগঞ্জের তাহিরপুর থেকে ৬টি ভারতীয় তৈরি ডেটোনেটর (বিস্ফোরক) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটের সময় তাহিপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গুপটিলা এলাকায় র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

বুধবার ( ২৩ অক্টোবর) সকালে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল বিস্ফোরক উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরকগুলোর সাথে কাউকে আটক করা যায়নি।

বিস্ফোরকগুলো উদ্ধারের পর এ ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৪/৬ ধারায় তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।