দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দোয়ারাবাজার ইউনিয়নের নৈনগাও গ্রামের মৃত আকবর আলীর পুত্র। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল হক। এদিকে, সোমবার উপজেলার মান্নারগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। এ মামলার আসামি দোয়ারাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ। তাকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মান্নারগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২১ সালের মান্নারগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসিত কুমার দাসকে সোমবার রাত ৯টার দিকে কাটাখালী বাজার থেকে গ্রেপ্তার করে দোয়ারাবাজার থানা পুলিশ।
তিনি মান্নারগাও ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের পুত্র। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।