• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্টে বাতিল

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্টে বাতিল

ওয়াল নিউজ ডেস্ক


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের ৪টি চাঁদাবাজির মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাগুলোর বিচারিক কার্যক্রমের বৈধতা নিয়ে আগে জারি করা রুলের শুনানি শেষে এ রায় দেন।

২০০৮ সালে তারেক রহমান দেশে থাকাকালীন তার করা ৪টি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার শানজিদ সিদ্দিক আজ বলেন, ২০০৪ এবং ২০০৫ সালে এসব চাঁদাবাজির অভিযোগের কথা বলে ২০০৭ সালে কাফরুল থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল।

তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।