• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে সিনওয়ারের গায়েবানা জানাজা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
সিলেটে সিনওয়ারের গায়েবানা জানাজা

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটে হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিাবর বাদ আসর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজার নামাজে ছাত্রশিবির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাইফুল ইসলাম ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদ।
ফিলিস্তিনে চলমান অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন, হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাত মুসলিম বিশ্বকে ব্যাথিত করেছে। সিনওয়ার সারাজীবন মানুষের স্বাধীনতা এবং মুক্তির জন্য সংগ্রাম করেছেন।
নেতৃবৃন্দ আরো বলেন, ওআইসি ও আরবলীগ মুখে কুলুপ এঁটে বসে আছে, জাতিসংঘ মানবতার বুলি আওড়ালেও বাস্তবে তারা সাম্রাজ্যবাদী শক্তিদের হাতের পুতুলে পরিণত হয়ে আছে। নেতৃবৃন্দ, ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতের মর্যাদা কামনায় আল্লাহর কাছে দোয়া করেন এবং মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
গায়েবানা জানাজায় ইমামতি করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।