• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
দোয়ারাবাজারে চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নরসিংপুর ইউপি বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংপুর ইউনিয়নের কালাপশী গ্রামের জমির আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
নুর উদ্দিন বিগত দুইবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জোরপূর্বক নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ রয়েছে। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক জেলহাজতে আছেন।