• ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে বিদ্যুৎস্পষ্ট হয়ে কিশোরের মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
সিলেটে বিদ্যুৎস্পষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


সিলেট মহানগরের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত আখালিয়া এলাকার নয়াবাজারে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ওই কিশোরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ। নিহত রুদ্র দাস (১৫) নয়াবাজারের মানিক মিয়ার কলোনির অমরচান দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রুদ্র দাস ছিলেন ব্যাটারিচালিত ভ্যানচালক। বিকাল ৩টার দিকে তার ভ্যানের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হোন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।