• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

ওয়াল নিউজ ডেস্ক


ওমানে শুক্রবার শুরু হয়েছে ইমার্জিং টিমস এশিয়া কাপ টি২০ আসর। উদ্বোধনী ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করে হংকং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৫০ রান। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ ‘এ’ দল।
টস জিতে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। ডানহাতি পেসার রিপন মণ্ডল দুর্দান্ত বোলিং করেন এবং ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেন। ৯ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে ৬৫ রান যোগ করে ভালো সংগ্রহের ভিত পেয়ে যায় হংকং। তবে টি২০ অভিষেক হওয়া বাঁহাতি স্পিন অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি ২০ বলে ১ চার, ১ ছয়ে ২৫ রান করা নিজাকত খানকে বোল্ড করে দেন।
এরপর একপ্রান্তে বাবর হায়াত একাই লড়েছেন। তিনি ৬১ বলে ২ চার ৭ ছক্কায় ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ফলে ৮ উইকেটে ১৫০ রানের লড়াকু পুঁজি পায় হংকং। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন রিপন।
জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৩২ রানের উদ্বোধনী জুটি পায়। টি২০ অভিষিক্ত জিশান আলম সাজঘরে ফেরেন ১১ রানে। সাইফ হাসানও ৫ এবং পারভেজ হোসেন ইমন ২৬ বলে ১ চার, ২ ছক্কায় ২৮ রানে বিদায় নেন। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
এরপর চতুর্থ উইকেটে মাত্র ৩২ বল থেকে ৫৪ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও আকবর আলী। তাওহিদ ২২ বলে ২ চার, ১ ছয়ে ২৯ রানে বিদায় নেন। এরপর আকবর ২৪ বলে ৪ চার, ৩ ছক্কায় ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শামীম হোসেন পাটোয়ারী ১৫ বলে ১ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত ১০ বল আগেই ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। অফস্পিনার এহসান খান ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন। ২০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হবে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে।