ওয়াল নিউজ ডেস্ক
সুনামগঞ্জের ছাতকে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইর অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার মামলাটি দায়ের করেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুস সালাম।
মঙ্গলবার সন্ধ্যায় ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলকে পুলিশ আটক করতে গেলে কৌশলে তিনি পালিয়ে যান। পরে তাকে পালাতে সহযোগিতা ও পুলিশের উপর হামলার অভিযোগে ৫ জনকে যৌথ বাহিনী আটক করে। আটককৃতরা হলেন- সিংচাপইড় গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. কামাল আহমদ (২৬), গহরপুর গ্রামের আব্দুল বারীর ছেলে মো. ইজাজুর রহমান (২৭), মাওলানা নুর উদ্দিন আহমদের ছেলে মো. খলিলুর রহমান (২৯), ছত্রিশ কালিপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. রেজা মিয়া (২৫) ও গহরপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাইম উদ্দিন (২০)।
ওই ঘটনায় সাহাব উদ্দিন সাহেলকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি দায়ের করা হয়েছে। বুধবার সরকারি কাজে বাঁধা প্রদান, পুলিশকে আহত করে আসামি ছিনতাইর অভিযোগে ছাতক থানায় এ মামলাটি দায়ের করেন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুস সালাম।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান জানান, সুনামগঞ্জ সদর থানার একটি মামলার আসামি ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলকে মঙ্গলবার পুলিশ আটকের পর তাকে ছিনিয়ে নেয়া হয়। এ সময় পুলিশ আহত হয়েছে। এইঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের উপর আক্রমণ করার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com