• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হযরত আব্দুল কাদির জিলানী (র) : জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
হযরত আব্দুল কাদির জিলানী (র) : জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

ওয়াল নিউজ ডেস্ক


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান বলেছেন, হযরত আব্দুল কাদির জিলানী (র.) তাঁর সময়ের শ্রেষ্ঠ বুযুর্গ ও ওলীআল্লাহ ছিলেন। তিনি তাফসীর, হাদিস, আকাইদ, ফিকহ, তাসাওউফসহ ইলমে দ্বীনের সকল শাখায় জ্ঞান অর্জন করে আজীবন এ সকল জ্ঞান শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন কাশফ ও কারামতের অধিকারী। তাঁর তাকওয়া, দুনিয়া বিরাগ ছিল সর্বজনবিদিত। তাঁর জীবনে আমাদের জন্য বহু শিক্ষা ও আদর্শ রয়েছে। এসকল শিক্ষা ও আদর্শ আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা উচিত।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সোবহানীঘাটে আনজুমানে আল ইসলাহ’র বিভাগীয় কার্যালয়ে হযরত আব্দুল কাদির জিলানী (র) : জীবন ও কর্ম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী।
সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসরুর হাসান জাফরী, সিলেট মহানগরীর সাবেক সভাপতি এনাম উদ্দিন আহমদ, সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ রেদওয়ান হোসেন, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াছিন ও সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল শাহ, সহ প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মানিক, অফিস সম্পাদক নুরুল হাসান, সহ অফিস সম্পাদক মো. শফিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরকান খান মোহন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এজাজুল আম্বিয়া, দক্ষিণ সুরমা কলেজ শাখা সভাপতি দুলাল আহমদ, মাহদি বিন আব্দুল আজিজ, মিজানুর রহমান, বুরহান উদ্দিন, মাছুম আহমদ, মো. সুবেল আহমদ, ছালিম, ইউসুফ আহমদ সাইম, হুমায়ুন রশীদ, মুস্তাফিজুর রহমান জাবেদ, সুহুল আমিন জুয়েল, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।