ওয়াল নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ ৪৮ ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৮০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। মঙ্গলবার ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোম ও মঙ্গলবার ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এই দুইদিনের অভিযানে ভারতীয় শাড়ি ৩৬৯ পিস, লেহেঙ্গা ৭ পিস, সানগ্লাস ৪০৯৯ পিস, চিনি ১৬ হাজার ৪০০ কেজি, আপেল ২ হাজার ৮৫০ কেজি, মহিষ ৯টি, গরু ৪৩টি, বিড়ি ৯৮০ প্যাকেট ও বাংলাদেশি রসুন ৮৮০ কেজি আটক করা হয়। এ সময় এ সকল মালামাল পরিবহনের কাজে নিয়োজিত একটি ডিআই পিকআপ ও পাথর উত্তোলনকারী ৭টি নৌকা আটক করা হয়।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা মোতাবেক সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, আটককৃত মালামাল বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com