• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে বিএনপির দুই নেতা বহিষ্কার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ও জকিগঞ্জ পৌর বিএনপি নেতা সুলতান আহমদকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
অপরদিকে জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালামকেও কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ নোটিশ প্রদান করেন।
স্বেচ্ছাসেবক দলের নোটিশে জানা যায়, সোমবার রাতে জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজনসহ নেতাকর্মীদের উপর হামলা করে গুরুতর আহত করার অভিযোগে এবং সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্টের কারণে জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ কেন স্থগিত করা হবে না, একই সাথে কেন তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী ৩ দিনের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়।
উল্লেখ্য, এর আগেও আব্দুস সালামকে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়। পরে লিখিত ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে তাকে ক্ষমা করে সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।