• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪
ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের ছাতকে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজা। ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিনব্যাপী সর্বজনিন দুর্গোৎসব শেষে রোববার দুপুরে শহরের মধ্য বাজারস্থ মহাপ্রভূর আখড়া, কালি বাড়ি, চৈতন্য সংঘ, ত্রি-নয়নী, তাঁতিকোনা, শিব বাড়ি, মহামায়া, রাখাল তলা, বাউসা চাইর চিরা, শিব দুর্গা মন্দির, নাথপাড়া, ভাগবৎ সংঘ, সাধন সংঘ ও অন্নপূর্ণা পূজামণ্ডপসহ প্রায় ৩১টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
পৌর শহরের মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয় শহরের চাঁদনিঘাট দিয়ে সুরমা নদীতে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেনাবাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে নিরাপত্তার মাধ্যমে নিরাপদে প্রতিমা বিসর্জন দিতে সক্ষম হন হিন্দু ধর্মাবলম্বীরা।
সেনাবাহিনীর ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল-জাবির আসিফ পিএসসি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুরু থেকেই সেনাবাহিনীর টহল তৎপর ছিল। তাই সকলের সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপদে উৎসব পালন করা হয়েছে। পরবর্তীতেও সেনাবাহিনী সকলের পাশে থাকবে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, পুলিশ সব সময় জনগণের নিরাপত্তা দিতে সক্ষম। দুর্গাপূজায় অতিরিক্ত নিরাপত্তা দেওয়ায় এবং পুলিশ ফোর্স নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় উৎসবটি নিরাপদে পালন করা গেছে।