• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উমেদের ওপর অপপ্রচারের প্রতিবাদে যুবদলের নিন্দা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪
উমেদের ওপর অপপ্রচারের প্রতিবাদে যুবদলের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি


সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদকে নিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

রোববার (১৩ অক্টোবর) সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, ‘দেশের দুঃসময়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ জাতীয়তাবাদী শক্তির যে সকল নেতাকর্মী রাজপথে জীবন বাজী রেখে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন উমেদুর রহমান উমেদ তাদের অন্যতম। একটি কুচক্রি মহল কৌশলে উমেদুর রহমান উমেদসহ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সাংবাদিক বন্ধুদেরকে ভুল তথ্য দিচ্ছে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা সুষ্ঠু ধারার রাজনীতি পছন্দ করি এবং সকল দলের রাজনৈতিক নেতা-কর্মীকে আমরা শ্রদ্ধার চোঁখে দেখি। বিশেষ করে আমরা প্রতিহিংসামূলক রাজনীতি করি না। যতটুকু সম্ভব মানুষের উপকারে ও সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করি। অথচ আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে যাচাই বাছাই করে ও সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।’