ওয়াল নিউজ ডেস্ক
বিয়ানীবাজারে পারিবারিক কলহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়াল দিয়ে আঘাত করে আপন ছোটভাই আদিল হোসেনকে হত্যাকারী বড়ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে আব্দুল কাদির পলাতক ছিলেন।
নিহত আদিল হোসেন ও ঘাতক আব্দুল কাদির উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের পুত্র।
জানা গেছে, গত বুধবার বিকেল ৩টায় পারিবারিক কলহের জেরের একপর্যায়ে আব্দুল কাদির কুড়াল দিয়ে মাথায় আঘাত করে ছোটভাই আদিল হোসেনকে খুন করেন। পরে এ ঘটনায় নিহত আদিল হোসেনের স্ত্রী সুবানা বেগম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬/২৪) দায়ের করেন। মামলা একমাত্র আসামি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করতে থানা পুলিশ তৎপর ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা শিমুল রায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিয়ানীবাজারের সীমান্তবর্তী গ্রাম গজুকাটায় আত্মগোপনে থাকা আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেন। একই সাথে আব্দুল কাদিরের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার কাজে ব্যবহৃত কুড়ালও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, শনিবার হত্যা মামলার একমাত্র আসামি আব্দুল কাদিরকে আদালতে প্রেরণ করা হলে আদালত ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদির হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আদালতে জবানবন্দি রেকর্ড করার পর তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com