• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতের উদ্বেগ

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
বাংলাদেশে পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতের উদ্বেগ

ওয়াল নিউজ ডেস্ক


বাংলাদেশে পূজামণ্ডপে হামলা, মন্দিরের অপবিত্রতা ও ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শনিবার দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনাকে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। এগুলো খুব দুঃখজনক ঘটনা। এ ছাড়া তারা মন্দির এবং দেবতাদের অপবিত্রকরণ ও ক্ষতির একটি নিয়মতান্ত্রিক প্যাটার্ন অনুসরণ করে, যা আমরা বেশ কয়েকদিন ধরে প্রত্যক্ষ করেছি।
বিবৃতিতে আরও বলা হয়, হিন্দু, সমস্ত সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ করে এই শুভ উৎসবের সময়ে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।