• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

ওয়াল নিউজ ডেস্ক


গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া পর্যটকের নাম জাওয়াত আহমেদ (২৫)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার নাহার গ্রামের ডা. আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াতসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে জাওয়াত স্রোতের টানে তলিয়ে যান। এরপর তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।