• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত

ওয়াল নিউজ ডেস্ক


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শুক্রবার দুপুরে উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবার দেবী দুর্গার মালিনি রূপে পূজা করা হয় সাত বছরের অর্পা চক্রবর্তীকে। অর্পা উপজেলার বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণিতে পড়ে।
বৃহস্পতিবার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে দেখা যায়, কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে ভীড় জমিয়েছেন। দুপুর ১২টার দিকে পূজিত কুমারী শিশুটিকে নতুন কাপড় পরিয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারী মন্দিরে বসানো হয়। সেখানে দেবীর পূজা শুরু করেন পুরোহিতগণ। পূজা শেষে ভক্তবৃন্দের জন্য দেবীকে বসিয়ে রাখা হয়। তখন সবাই দেবীকে প্রণাম জানান।
আয়োজকরা জানান, কুমারী পূজা হচ্ছে দেবীর বাস্তব রূপের পূজা। ১ বছর থেকে ১৬ বছর বয়সের কন্যাশিশুকে দেবী রূপে পূজা করা হয়ে থাকে। প্রতিবছরই দেবীর আলাদা আলাদা নাম নিয়ে এই পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, কুমারী পূজার মাধ্যমে দেবী দুর্গার কাছে আরাধনা করলে তা পূর্ণ হয়।
কুমারী পূজা দেখতে আসা প্রীতম পাল বলেন, কুমারী পূজা দেখতে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করেছি, মা যেন আমাদের সকল অশুভ শক্তি থেকে দূরে রাখেন। জগতের সকলের মঙ্গল করেন। মঙ্গলময়ী মা যেন সকলের ভালো করেন।
তিনি বলেন, আমাদের শাস্ত্রে কুমারী পূজা করার নিয়মনীতি বলা আছে। কুমারীরা হচ্ছে পবিত্রতার প্রতীক। কুমারী পূজা করলে মা দুর্গারই পূজা করা হয়।
শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ি পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রজত চক্রবর্তী বলেন, আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজা গত ২৭ বছর ধরে হয়ে আসছে। এটি মৌলভীবাজার জেলায় একমাত্র কুমারী পূজা। বাংলাদেশের চার থেকে পাঁচটি স্থানে কুমারী পূজা করা হয়। এর মধ্যে সিলেট বিভাগে দুটি। নারীকে দেবী জ্ঞানে আরাধনা করে কুমারী পূজা করা হয়।