• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শাবি’র শাহপরাণ হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
শাবি’র শাহপরাণ হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের কয়েকটি কক্ষ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র এবং নেশার সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত তিন দিনে কক্ষগুলো পরিষ্কার করতে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ হলের প্রভোস্ট মো. ইফতেখার আহমেদ। তিনি জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার- এই তিন দিন শাহপরাণ হলের কক্ষগুলো পরিষ্কার করা হয়। পরিষ্কারকালে ৮টি কক্ষ থেকে ১ বস্তা জিআই পাইপ, ১টি চাইনিজ কুড়াল, ১টি রাম দা, ৩টি চাকু, কয়েকটি রডের টুকরো, কয়েকটি মদের বোতল, নেশার সরঞ্জাম ও কয়েকটি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর বিষয়ে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।