• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ওয়াল নিউজ ডেস্ক


গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। শুক্রবার বিকেলে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগানে সর্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
পরিদর্শনের সময় জাফলং এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, জাফলং এলাকায় একটি বিদ্যালয় খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় তিনি সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া তিনি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ আহমদ, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ নিতাই, জাফলং চা-বাগান পঞ্চায়েত প্রধান নিতাই পাল, সাধারণ সম্পাদক আক্কেল প্রধানসহ আশপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।