• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে শিশুকে অপহরণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
জগন্নাথপুরে শিশুকে অপহরণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাবাইচ দেখানোর কথা বলে সারজিদ আহমদ (৯) নামের এক শিশুকে অপহরণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারদের সুনামগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেনপ- উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে জনি (২৫) ও বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের ছেলে সোহাগ মিয়া (২৫)।
এর আগে গত বুধবার ওই শিশুর বাবা ইনাতগঞ্জ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আল-আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই তিনজনের নামে জগন্নাথপুর থানায় অপহরণের মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার শিশু সারজিদ তার খেলার সাথীদের সঙ্গে বাড়ির পাশের আলীগঞ্জ সেতুতে খেলাধুলা করতে যায়। ওই সময় অভিযুক্তরা ব্যাটারিচালিত ইজিবাইকযোগে নৌকাবাইচ দেখানোর কথা বলে সারজিদসহ চার শিশুকে নিয়ে যায়। পরে নৌকাবাইচ দেখা শেষে জনি ও সোহাগ একই স্থানে সারজিদের সাথী তিন শিশুকে গাড়ি থেকে নামিয়ে দেন। তবে শিশু সারজিদ ও অভিযুক্ত ছালিম উদ্দিন আর ফিরে আসেনি। ঘটনার পরদিন সারজিদের বাবা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত জনি ও সোহাগকে স্থানীয় আলীগঞ্জ বাজারে পেয়ে তার ছেলের বিষয়ে জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি। এ সময় স্থানীয়রা জনি এবং সোহাগকে মারধরও করেন। পরে বুধবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
মামলার বাদী শিশু সারজিদের বাবা আল-আমিন বলেন, আমার ছেলের খেলার সাথীদের কাছ থেকে জানতে পারি ছালিম উদ্দিন তার সহযোগীদের মাধ্যমে আমার ছেলেকে ফুসলিয়ে অপহরণ করে মৌলভীবাজারের দিকে নিয়ে গেছে। ছেলেকে ফিরে পেতে মামলা করেছিলাম।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।