• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাহুবলে কবরস্থানে গবাদিপশু চারণকে কেন্দ্র করে নিহত ১

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
বাহুবলে কবরস্থানে গবাদিপশু চারণকে কেন্দ্র করে নিহত ১

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে জায়গায় গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তাইজ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর দক্ষিণ পাড় গ্রামে এ ঘটনাটি ঘটে। তাইজ উদ্দিন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তর পাড়ের লোকজন বসে সিদ্ধান্ত হয়েছে কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না। ইতিমধ্যে বাউন্ডারিও দেয়া হয়েছে, তারপরও সোনাহরের লোকজন গরু-ছাগল চরান।

আজ সকালে এ বিষয়ে তাজুল কথা বললে সোনাহরের ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।