ওয়াল নিউজ ডেস্ক
সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন মামলার আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিদের মধ্যে সিআর পরোয়ানাভুক্ত ২ জন, সাজা পরোয়ানাভুক্ত ২ জন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে-৮ জন (সদর-৬, বিশ্বম্ভরপুর-২), বিশেষ ক্ষমতা আইনে-৩ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন- তাহিরপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন।
আমাদের তাহিরপুর প্রতিনিধি জানান, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আসামি আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয়।
এদিকে, দোয়ারাবাজার প্রতিনিধি জানান, দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও বাংলাবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ হোছাইনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ৩টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত সহিংসতার মামলায় আওয়ামী লীগের এই নেতাকে আটক করা হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com