• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপগুলোতে আর্থিক অনুদান

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪
লাখাইয়ে দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপগুলোতে আর্থিক অনুদান

ওয়াল নিউজ ডেস্ক


লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্যামীর সভাপতিত্বে ও সম্পদ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল ইসলাম, সহ-সভাপতি শেখ ফরিদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যডভোকেট খোকন চন্দ্র, তাউস আহমেদ, মাহমুদুল হাসান প্রমূখ।

সভায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, দুর্গাপূজায় দলমত নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তাই আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সার্বিকভাবে সকলের সহযোগিতা কামনা করি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যডভোকেট শামসুল ইসলাম বলেন, ‘আমরা দুর্গাপূজায় হিন্দু ভাই-বোন যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সে ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করে যাব।’

সভা শেষে লাখাই উপজেলার ৬৩ টি পূজামণ্ডপের প্রধানদের হাতে প্রত্যেক পূজামন্ডপে জন্য সরকারি বরাদ্দের ২১ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

এ বছর লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে ১৯টি, মোড়াকরি ইউনিয়নের ১৬টি, মুড়িয়াউক ১টি, বামৈ ইউনিয়নে ৭টি, করাব ইউনিয়নে ৮টি ও বুল্লা ইউনিয়নে ১৩ টি পূজামন্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।