• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মীর আব্দুল্লাহ গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪
কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মীর আব্দুল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


সিলেট নগরীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহ (৩৭) কানাইঘাট উপজেলঅর বড়চতুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মশিহুর রহমান সোহেল জানিয়েছেন, তার বিরুদ্ধে কানাইঘাট থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে।

মীর আবদুল্লাহকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।