• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে : বিয়ানীবাজারে  রিজভী

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে : বিয়ানীবাজারে  রিজভী

ওয়াল নিউজ ডেস্ক


বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শত নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা তাদের নীতি-আদর্শ থেকে সরে যায়নি। আয়নাঘরে গুম করে রাখা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গণগ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রাখা হয়েছিলো, তবুও থেমে থাকেনি বিএনপি। এতো নিপীড়নের মুখেও আন্দোলন চালিয়ে গেছেন নেতাকর্মীরা। বিএনপির তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। একই সাথে অন্তরর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিত হবে।
রোববার বেলা দেড়টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে লাউতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র এ নেতা বলেন, পৃথিবীতে ছাত্র-জনতার এ আন্দোলন সৈরাচারের বিরুদ্ধে মাইলফলক হিসাবে ইতিহাসে থাকবে। আন্দোলনে শেখ হাসিনার সরকার পেটুয়া বাহিনী দিয়ে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষন করিয়েছে, এ আন্দোলনকে দমাতে এমন কোনো নিপীড়ন নেই যা শেখ হাসিনা করেনি। এতো রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।
তিনি সিলেটের গুম হওয়া নেতা এম. ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন, এম. ইলিয়াস আলীর মতো সিনিয়র নেতাকে গুম করেছে। আর তৃণমূল নেতাকর্মীরাও বাদ যাননি এই নির্যাতন থেকে।
বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায় লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিকী আহমদ, কাতার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলা উদ্দিন কালা মাষ্টার, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল মালিক, লাউতা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা হেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মজির উদ্দিন মড়াই, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব আব্দুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার খান, আহমেদ শাহীন, কুদরত আলী শাহাদাত, ময়জুল হক, আবু সাইদ, রাসেদ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিব, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ন আহ্বায়ক আশরাফুল হক, শ্রমিক দলের সভাপতি লাভলু হাসান, সাধারন সম্পাদক দেলোয়ার, জাসাস সাধারণ সম্পাদক ফজলে কাদির বাবু হোসেন, ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সিনিয়র সহ সভাপতি সিজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবিদ রাজা, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম মুন্না, তানিম কাওসার, হাসানুল হক প্রমুখ।
এদিকে, রোববার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে খাগটেকা বাজারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। পরে সিলেটে যাওয়ার পথে বিয়ানীবাজার পৌরশহরে অপেক্ষারত বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বিয়ানীবাজারবাসীকে শুভেচ্ছা জানান।