• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বালুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
বালুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বদরনগর এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্পের দ্বায়িত্বে থাকা ক্যাপ্টেন মো. মুবীন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ উপজেলার বদরনগর গ্রামের সুইচ গেইট এলাকার বড়ভাগা নদীর পাশে বালুর নিচ থেকে পলিথিনে মুড়ানো বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বন্দুক ও গুলি থানাপুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।