• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ২ টার দিকে অভিযান চালিয়ে তাদের নিজ বসতঘর থেকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়. সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত সহিংসতা মামলায় আওয়ামী লীগের এই ৪ নেতাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া (৩৫). মৃত আ. জব্বারের পুত্র আলী আকবর (৫৩).মাজেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল ইসলাম, এবং দোয়ারাবাজারের সাবেক চেয়ারম্যান এ কে এম আছকির মিয়ার ছেলে মো. গোলাপ মিয়া
শনিবার সকাল ১১ টায় এক সংবাদ বিঙ্গপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।