• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪
ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান।
মখলিছুর রহমান গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের মৃত ছবর আলীর ছেলে। তিনি ছাতকের আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানিয়েছেন, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় মখলিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।