• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪
সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলো সোহাগ দাস। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে ঝলসে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।