• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাস জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে অনাবাদি খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এর আগে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এর জের ধরে শুক্রবার জুমআর নামাজের পর খাস জমির দখল নেওয়ার চেষ্টায় উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দারা মিয়ার পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
নইমুল ইসলামের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।