সংবাদ বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও সকল প্রকার নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা শাখা।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বরাবর স্মারকলিপি পেশ কালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি, বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার সংগঠক সঞ্জয় কান্ত দাশ, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহীতোষ দেব মলয়, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ সভাপতি সুমিত কান্তি দাস প্রমুখ।
এসময় সিলেট মহানগর অতিরিক্ত পুলিশ পুলিশ কমিশনার জোবায়েদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই -আগস্ট ছাত্র জনতার অভ্যূত্থানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে মানুষ যেমন নতুন করে স্বপ্ন দেখছে আবার ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী কিছু অনাকাঙ্ক্ষিত-নৈরাজ্যকর পরিস্থিতি মানুষ কে আশাহত করছে।
স্মারকলিপিতে ২ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সকল প্রকার নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com