• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে আশ্রয়ণের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪
সুনামগঞ্জে আশ্রয়ণের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

???????????????????????

নিজস্ব প্রতিবেদক


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শিমেরখাল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ একই পরিবারের ৬ ছয় জন মারা গেছেন।

নিহতরা হলেন এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৩৫), তাদের সন্তান পলাশ (১২), ফরহাদ (৯), ফাতেমা (৭) ও ওমর ফারুক (৩)।

জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, ‘স্থানীয়রা আগুন নেভানোর পর ঘরে প্রবেশ করেন। ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। ওই পরিবারের ছয় সদস্যের সবাই দগ্ধ হয়ে মারা গেছেন।’

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখতে আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই।’