ওয়াল নিউজ ডেস্ক
ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় গত শুক্রবার রাতে নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ। ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, ওই হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলকে নাসরাল্লাহর অবস্থান সম্পর্কে জানান এক ইরানি গুপ্তচর।
এদিকে নাসরাল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া হবে না।’ নাসরাল্লাহ নিহত হওয়ার খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গত শনিবার এ কথা বলেন খামেনি। হিজবুল্লাহর প্রধানকে ‘শহিদ’ উল্লেখ করে তাকে হত্যার ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন খামেনি। তিনি বলেন, ‘হাসান নাসরাল্লাহর চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি অটুট রাখা হবে।’
লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযুক্ত ওই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানান, শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে কয়েকজন উচ্চপদস্থ কমান্ডারের সঙ্গে বৈঠকে বসবেন নাসরাল্লাহ। তিনি যখন ভূ-গর্ভস্থ সদর দপ্তরে প্রবেশ করেন তার কিছুক্ষণ পরই বিমান হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় বাংকার বিধ্বংসী ৮২ টন ওজনের বোমা। মোট ৮০টি বোমা ফেলা হয় অল্প সময়ের মধ্যে, যা হিজবুল্লাহর সদর দপ্তরকে ধসিয়ে দেয়।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০০৬ সালের যুদ্ধে বিপর্যয়ের পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দেয়। এর মধ্যে গ্রুপটির যোগাযোগব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি এবং কমান্ডারদের ওপর নজরদারি অন্যতম। সম্প্রতি তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে, সেগুলোর সবই এই গোয়েন্দা তৎপরতারই ফল।
তারা গোপন তথ্য সংগ্রহে বেশ কিছু কৌশল অবলম্বন করে। যার মধ্যে অন্যতম হলো গুপ্তচর নিয়োগ করা। এ ছাড়া ইসরায়েলি সিগন্যাল গোয়েন্দা এজেন্সি ইউনিট এমন কিছু অত্যাধুনিক সাইবার টুলস তৈরি করে, যেগুলো দিয়ে খুব ভালোভাবে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে আঁড়ি পাতা যেত। এ ছাড়া গোয়েন্দাদের নতুন দলটি তৈরি করা হয় যুদ্ধরত বাহিনীর মধ্য থেকে। যেন সেনা ও বিমানবাহিনীর কাছে তারা সেগুলো দ্রুত সময়ের মধ্যে তথ্য পৌঁছে দিতে পারে।
অক্ষত লাশ উদ্ধার : হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহর লাশ হামলার স্থান থেকে উদ্ধার করা হয়েছে এবং তা অক্ষত রয়েছে। রবিবার রয়টার্সকে লেবাননের একটি মেডিকেল সূত্র এবং একটি নিরাপত্তা সূত্র বিষয়টি জানিয়েছে। গত শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও সেখানে তিনি ঠিক কীভাবে নিহত হয়েছেন, তা জানানো হয়নি। তার দাফনের বিষয়েও ওই বিবৃতিতে কোনো উল্লেখ ছিল না। তবে দুটি সূত্রই বলেছে, তার শরীরে সরাসরি কোনো ক্ষত নেই। তার মৃত্যু বিস্ফোরণের বিকট শব্দের ফলে ট্রমা বা ভোঁতা কোনো কিছুর আঘাত থেকে হতে পারে।
বিশ্বনেতাদের প্রতিক্রিয়া : ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। সবচেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে নাসরাল্লাহর কাছের মিত্র ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি লিখেছেন, ‘তার (নাসরাল্লাহ) পবিত্র লক্ষ্য কুদস (জেরুজালেম) মুক্ত করা হবে, ইনশাআল্লাহ।’
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘নাসরাল্লাহর মৃত্যু তার দ্বারা হত্যাকাণ্ডের শিকার বহু মানুষের জন্য একটি ন্যায়বিচারমূলক পদক্ষেপ। তার শিকারদের মধ্যে হাজারও মার্কিন, ইসরায়েলি ও লেবাননের বেসামরিক লোকজনও রয়েছেন।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সন্দেহাতীতভাবে ইসরায়েলের রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং এখনই লেবাননে সামরিক অভিযান বন্ধ করার তাগিদ দিচ্ছি।’ এই হত্যাকাণ্ড ওই অঞ্চলের জন্য ‘দুঃখজনক’ পরিণতির কারণ হতে পারে এবং ইসরায়েলকে এর ‘সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে’ বলেও ওই বিবৃতিতে বলা হয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় বৈরুতের পরিস্থিতিতে যে নাটকীয় উত্তেজনার সৃষ্টি হয়েছে’, তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
লেবানন ও গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত : রাজধানী বৈরুতসহ লেবাননে অবারিত বোমা বর্ষণ করছে ইসরায়েলি যুদ্ধবিমান। সর্বশেষ ২৪ ঘণ্টায় লেবাননে ২১৬টি বিমান হামলা হয়েছে। গত সোমবার ব্যাপক হামলা শুরুর পর থেকে গত রবিবার পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৫০ জন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত ঘরবাড়ি ছেড়েছেন ১০ লাখের বেশি মানুষ। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে ‘খারাপ স্থানত্যাগ’ বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গাজা উপত্যকায়ও যুগপৎ হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। রবিবার সকালে নিহত হয়েছেন ১১ জন। এতে যুদ্ধ শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা হলো ৪১ হাজার ৬০০ জনে। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com