ওয়াল নিউজ ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জে ফখর উদ্দিন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফখর উপজেলার রণকেলীর নুরুপাড়ার মৃত রইয়ব আলীর ছেলে।
রবিবার বিকেল ৪টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফখর উদ্দিনের মৃত্যু হয়। ফখর উদ্দিন পেশায় একজন সিএনজি অটোরিকশার চালক ছিলেন।
নিহতের ছোট ভাই ফজলু আহমদ জানান, ৫ আগস্ট পৌর এলাকার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের রাঙাঢহর বাজারে একই গ্রামের ইজ্জাত আলীর ছেলে দুলাল আহমদের সাথে ফখর উদ্দিনের আওয়ামী লীগ সরকার পতনের বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করে দিলেও দুলাল আহমদ তার ১৫/২০ আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে নিয়ে ফখর উদ্দিনের উপর হামলা করেন। এসময় ফখর উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে এক সপ্তাহ আগে কিছুটা সুস্থ হলে তিনি বাড়িতে ফেরেন।
রবিবার দুপুরে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ফখর উদ্দিনের মৃত্যুর বিষয়টি তার পরিবার জানিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com