ওয়াল নিউজ ডেস্ক
সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার বৃষ্টির সাথে হওয়া বজ্রপাতে প্রাণ হারান তারা।
আমাদের সিলেট সদর উপজেলা প্রতিনিধি জানান, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে আনসার আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আনসার খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের বাসিন্দা ছিলেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহপরান থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান অনসার আলী।
আমাদের কোম্পানীগঞ্জ প্রতিনিধি জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মাসুক আহমেদ (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুক উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে।
মাসুক আহমেদের স্বজনরা জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় মাসুক বাড়ির পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় সেখানে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
এদিকে, আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জানান, বিশ্বনাথের দশঘর ইউনিয়নে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছোট ভাই। নিহত রেদওয়ান আহমদ (২১) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাড়রইল গ্রামের অলিউর রহমানের ছেলে।
জানা গেছে, রবিবার ভোরে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান রেদওয়ান। এসময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রেদওয়ান সিলেট এমসি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার সাথে থাকা ছোট ভাই সুফিয়ান আহমদ বজ্রপাতে আহত হয়েছেন।
বজ্রপাতে রেদওয়ানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য নিজাম উদ্দিন।
এদিকে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সুনামগঞ্জের তিন উপজেলায় রবিবার বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলার দোয়ারাবাজারে ২ জন, জামালগঞ্জ ১ ও ছাতক উপজেলায় ১ জন মারা যান।
রবিবার সকালে দোয়ারবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন (৩৬) ও একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (২৬) স্থানীয় দেখার হাওরে মাছ ধরতে যান। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্য হয়।
একই দিন জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে হাওরে মাছ ধরতে গিয়ে শরীফ মিয়া (৩০) নামে আরও একজনের মৃত্যু হয় বজ্রপাতে। নিহত শরীফ মিয়া উপজেলা সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ভোরে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে কালাগুজা গ্রামের নয়া হাওরে মাছ ধরার জন্য যান শরীফ। সকালে হাওরে অন্য জেলেরা মাছ ধরতে গিয়ে শরীফ মিয়ার লাশ দেখতে পেয়ে তার পরিবারে খবর দেন। খবর পরে পরিবারের লোকজন হাওরে গিয়ে শরীফের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
একইদিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের পাশের হাওরে সুন্দর আলী (৪০) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন। তিনি মল্লিকপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে।
জানা যায়, রবিবার সকালে বৃষ্টির মধ্যে ছাতক উপজেলার বোয়ালীয়া হাওরে মাছ ধরতে যান সুন্দর আলী। এর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি তীব্রতা বাড়লে হঠাৎ বজ্রপাতে সুন্দর আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com