• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাকিবকে বিদায় সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
সাকিবকে বিদায় সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

ওয়াল নিউজ ডেস্ক


বিদেশের মাটিতে শেষ টেস্ট বলে কানপুরে সাকিব আল হাসানকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীভাস্তভ।
তার মতে সাকিব শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। যাকে ঘটা করে বিদায় দিতে, ইতোমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।
সাকিব ১৭ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার। কিংবদন্তি এই ক্রিকেটারের বিদায়টা ঘটা করেই স্মরণীয় করে রাখতে চায় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কানপুরে সাকিবকে দিতে চায় বিশেষ সংবর্ধনা।
উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তভ বলেন, ‘সাকিবকে ঘটা করে বিদায় দেয়ার আইডিয়াটা দারুণ। আমি অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট টিমের সঙ্গে বিষয়টি আলাপ করব। এবং আমরা অবশ্যই তাকে কানপুরে স্মরণীয় বিদায় দিতে চাই।’
সাকিব ক্রিকেটের একটা ব্র্যান্ড। সাকিব মানেই তো আলাদা কিছু। বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরের তার তুমুল জনপ্রিয়তা। আইপিএল খেলার দরুন যা পৌঁছে গেছে ভারতেও। তাইতো সাকিবের স্মরণীয় বিদায় দিতে পারাটা হবে উত্তর প্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের, বলছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব।
তিনি বলেন, ‘বাংলাদেশ দল প্রথমবারের মতো কানপুরে এসেছে এবং সাকিব আল হাসানও। এটা করতে পারাটা আমাদের জন্য হবে সম্মানের। আমরা বিষয়টি সভাপতিকে জানাব। আমরা কীভাবে তাকে সম্মানিত করব সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। যদি ঘরের মাঠে টেস্ট খেলা না হয় তাহলে অবসর নেওয়ার আগের ম্যাচের প্রতিপক্ষও ভারত।