• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বজ্রপাতে জামালগঞ্জে মৎস্যজীবীর মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
বজ্রপাতে জামালগঞ্জে মৎস্যজীবীর মৃত্যু

বজ্রপাতে জামালগঞ্জে মৎস্যজীবীর মৃত্যু

শেরণ মিয়া জামালগঞ্জ প্রতিনিধি:


জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শরীফ মিয়া (৩৫)। তার পিতার নাম আব্দুল লতিফ।বাড়ি জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামে। ঘটনাটি ঘটেছে ভোর রাতে পাকনা হাওরের মাছ ধরতে গিয়ে।

 

নিহতের পরিবার জানান, শরীফ ভোর রাতে পাশেই পাকনা হাওরে পলো ও কুছা টর্চ লাইট নিয়ে মাছধরতে গিয়েছিলেন। রাত প্রায় ৪ টায় সময় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রতিদিনের ন্যায় বাড়ি ফিরতে বিলম্ব হয়। পরিবারের লোকজন শরীফের বাড়ি ফিরতে আসা বিলম্ব হলে,বারে উদ্যোগ উৎকণ্ঠা। অনেক খোঁজাখুঁজির পর হাওরে একটি আলোকরশ্মি দেখতে পায়। সেই আলোর সন্ধানে লোকজন নিয়ে জড়ো হয় এবং তার মরদেহ উদ্ধার করে। শরীফ মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখেন স্বজনরা চিৎকার করে কান্নায় ভেঙ্গে পড়েন। এর পর গ্রামের লোকজন শররীফ মিয়ার নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনা তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম. কামাল হোসেন।