• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিপুল পরিমান গাঁজাসহ ২ নারী আটক

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৪
বিপুল পরিমান গাঁজাসহ ২ নারী আটক

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে।
আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।