নিজস্ব প্রতিবেদক
৬ মে গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার বন্ধ হওয়ার ১৪৭ পর খুলবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টিতে ক্লাস ও পরীক্ষা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে। বিভাগগুলো পৃথক পৃথকভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। তবে ১৯ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে পরীক্ষা কার্যক্রম শেষ করতে হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদিরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ৮ অক্টোবর ছাত্রদের আবাসিক হল খোলে দেওয়া হবে। নীতিমালার আলোকে ৮-১৫ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।
এর আগে, অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
গত ২৬ মে গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর ২৩জুন বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও বন্যার কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। তারপর ৩০ জুনের আগ পর্যন্ত কয়েকটি বিভাগে এক/দুইটা পরীক্ষা নিলেও আবার ১ জুলাই থেকে সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তাবিত সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যান শিক্ষকরা। তারপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্লাস-পরীক্ষা আর চালু হয়নি।