• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

যৌথ বাহিনীর অভিযানে ২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯২

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪
যৌথ বাহিনীর অভিযানে ২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯২

ওয়াল নিউজ ডেস্ক


অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার ও ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ একটি, গ্যাসগান দুটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দুটি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি ও থ্রি-কোয়ার্টার দুটি। যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড ও র‍্যাব।