• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪
লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ওয়াল নিউজ ডেস্ক


কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি মঙ্গলবার রাতে এক শোক বার্তায় বলেছেন, ‘আমি তার বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি এবং তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আমার সকল সহকর্মীর প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা শোক বার্তায় আরো বলেন, বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জান-মাল রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন। দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তাঁর এ আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নোবেল বিজয়ী ইউনূস আরো বলেন, দুর্বৃত্তদের হামলায় তাঁর এ অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয় বরং দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি। প্রিয় মাতৃভূমির প্রয়োজনে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের এই মহান আত্মত্যাগ একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংকল্পবদ্ধ হয়ে আত্মনিয়োগের ক্ষেত্রে প্রেরণার উৎস হয়ে থাকবে।