ওয়াল নিউজ ডেস্ক
সকাল থেকে ভারতের জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে। ভোট দেখতে শ্রীনগরে গেছেন ১৬ দেশের কূটনীতিকেরা। নয়াদিল্লিতে বিভিন্ন দেশের দূতাবাসে নিযুক্ত কূটনীতিকদের ভোট দেখাতে কাশ্মীর উপত্যকায় নিয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) শ্রীনগরসহ আশপাশের কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ কেমন হচ্ছে, তা দেখে তারা নয়াদিল্লি ফিরবেন।
ভোট দেখতে উপত্যকায় গেছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, গায়ানা, দক্ষিণ কোরিয়া, পানামা, নরওয়ে, সিঙ্গাপুর, স্পেন, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, নাইজেরিয়া, সোমালিয়া, তানজানিয়া, আলজেরিয়া, রুয়ান্ডা প্রভৃতি দেশের কূটনীতিকরা।
এই প্রথম বিদেশি কূটনীতিকদের কাশ্মীরের ভোট দেখতে আমন্ত্রণ জানানো হলো। এর আগে কাশ্মীরের পরিস্থিতি দেখাতে বিদেশিদের নিয়ে যাওয়া হয়েছিল।
বুধবার সকাল থেকে শুরু হয়েছে জম্মু-কাশ্মীর বিধানসভার দ্বিতীয় দফার ২৬ আসনের ভোট। আজই নির্ধারিত হবে এনসির ওমর আবদুল্লাহ, জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না, কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা, আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারির ভাগ্য। এ দফায় ভোট দেবেন ২৬ লাখ ভোটার। মোট প্রার্থী সংখ্যা ২৩৯।
জম্মু-কাশ্মীরের তৃতীয় ও শেষ দফার ভোট আগামী ১ অক্টোবর। ফল ঘোষণা ৮ অক্টোবর।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com